নদীটি অত্র ইউপির উত্রর পশ্চম দিক থেকে প্রবাহিত হয়ে ১,৬,৫,৮,৭ নং ওয়ার্ডের ভিতর দিয়ে দক্ষিন পুর্ব দিকে ফুলবাড়ী উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি বর্ষাকালে যখন ভরাট থাকে তখন এর পানিই হয় আশে পাশে আবাদি জমির সেচের একমাত্র উৎস। নদীটির সাথে যুক্ত হয়েছে একটি তিলাই খাল। নদীটির তলানী ভরে যাওয়ায় অল্প বৃষ্টিতে বন্যা আর শুকনা মৌসুমে চর দেখা যায়। তাই তেমন কোন মাছ এখানে পাওয়া যায় না। তবে বর্ষাকালে সাধারণত ছোট পুটি,টেংরা,টাকি, অল্প সংখ্যাক বোয়াল মাছ,বাম মাছ, ইত্যাদি পাওয়া যায়।
তিলাই বিলটি বা তিলাই নামেও পরিচিত। তিলাই নদীটি পার্বতীপুর উপজেলার ৮ নং হাবড়া থেকে অত্র ইউপির উত্তর পুর্ব দিকে ০৯ নং ওয়ার্ডের ভিতর দিয়ে প্রবেশ করে ৮ নং ওয়ার্ডের যমুনা নদীর মধ্যে প্রবেশ করেছে। বিলটিতে সারা বছরেই পানি থাকে । সারা বছরে পানি থাকায় এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। পুটি,টাকি,টেংরা,শোল,বোয়াল,শিং,মাগুর,বাম,গছি ইত্যাদি। তিলাই নদীর পূর্ব দিকে কিছু অংশ শাল বন আছে যা ইউনিয়নটিকে সবুজ ছায়ার বেষ্টনী করে রেখেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস